ইউনিয়ন পরিষদের অবশ্য করণীয় ১০ টি কাজ :-
1. আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহায়তা দেয়া।
2. অপরাধমূলক কার্যকলাপ, বিশৃঙ্খলা সৃষ্টি, চোরাচালান বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ।
3.কৃষি, বন, মৎস্য, গবাদি পশু, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, যোগাযোগ, সেচ ও বন্যা নিয়ন্ত্রনের উদ্দেশ্যে কর্মসূচী বাসত্মবায়ন এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উন্নতিকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
4. পরিবার পরিকল্পনা কর্মসূচী বাসত্মবায়নে কাজ করা।
5. স্থানীয় সম্পদের উন্নয়ন ও সদ্ব্যবহার।
6.সরকারী সম্পত্তি, সড়ক, সেতু, খাল, বাঁধ, টেলিফোন ও বিদ্যুা ব্যবস্থা সংরক্ষণ।
7. ইউনিয়ন পর্যায়ে সকল প্রতিষ্ঠানের কর্মতৎপরতা পর্যালোচনা।
8. স্যানিটারী পায়খানা স্থাপনের জন্য জনসাধারনের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি।
9. জন্ম , মৃত্যু, অন্ধ, ভিক্ষুক ও দুস্থ ব্যক্তি সম্পর্কে তথ্য রেকর্ডভুক্ত করা।
10. সরকার পরিচালিত সব ধরনের সুমারী পরিচালনা করা ছাড়া ও ইউনিয়ন পরিষদ আরও ৩৮ টি কাজ করতে পারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস