Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমিলাইষ ইউনিয়নের ইতিহাস

 তিনদিক নদী বেষ্টিত(শঙ্ক,ডলু, কাটাখালী) এই জনপদ আমিলাইষ। শতশত বৎসরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। যথারীতি হিন্দু,মুসলমান উভয় সম্প্রদায় তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্মিলিতভাবে পালন করে আসছে। ফলে বহু মসজিদ, মন্দির উপসনালয় এলাকায় স্থাপিত হয়েছে। এই জনপদের আরেকটি উল্লেখযোগ্য আমিলাইষ ব্যাংক মাঠ ও ব্যাংক হল ঘর যাতে প্রতিবছর পহেলা বৈশাখ নববর্ষে সকলের অংশগ্রহনে ক্রীয়া ও সংস্কৃতিক অঙ্গনের এক প্রাচীনতম সমৃদ্ধশালী ঐতিহ্য এখন ও বহমান। ব্যাংক হল ঘর প্রতিবছর শারদীয় দুর্গাপুজা,নাটক মঞ্চস্থ হত নিয়মিত। যার প্রধান ভূমিকায় শতবর্ষের উদ্দেগ আমিলাইষ শক্তিসংঘ একটি  রেজিষ্টাট সামাজিক সংঘটন।  সাংবাদিক, আইনজীবি, মুক্তিযোদ্ধা,ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী এবং সর্বস্থরের জনগণের সম্মিলিত প্রয়াসে এই জনপদ আমিলাইষ চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলে এক ঐতিহ্যবাহী ইউনিয়ন।